একজন পুলিশের কর্তব্য যে জনগনের সেবা প্রদান করা-
কিন্তু সেই দায়িত্বের মাঝে কিছু পুলিশ আছে জীবনের মায়া ত্যাগ করে জনগণের পাশে এসে দাড়ায়।আর তিনি হচ্ছেন বরগুনা জেলা তালতলি থানার ওসি কামরুজ্জামান
তিনি একজন তালতলি থানার অফিসার ইনচার্জ (ওসি)তবে তিনি জনগনের মধ্যে এমন ভাবে মিশিয়েছেন যে বলার শেষ নেই। কেউ কোনো বিপদে পড়লে কি ভাবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টাই থাকেন তিনি, পাওনা টাকা আদায় চুরি যাওয়া মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার সহ নানান ভাবে সামাজিক সচেতনতা মুলক কাজ করে স্থান করে নিয়েছেন তাল তলি বাসির মনে একান্ত আলাপ চারি তায় কথা হয় দৈনিক বিজয়ের বানী পত্রিকর তাল তলি বিভিন্ন শ্রেণী পেষার মানুষের সাথে তারা বলেন আমরা তাল তলি মানুষ ধন্য কামরুজ্জামান সাহেব এর মত একজন অফিসার ইনচার্জ পেয়ে যখনি কেউ বিপদে পরে সাহায্যর হাত বাড়িয়ে দেন ওসি
করেন, তার টিম সহকারে অক্লান্ত পরিশ্রমে কাজ সফল ও করেন
এই ভাবে একের পর এক সফলতা বয়ে আনা, যার কাজ, তালতলি বাসি মনে করেন সার্বিক কর্ম মূল্যায়নে আমাদের ওসি সাহেব যেন পুরস্কৃত হন সেই দোয়াই আমরা সবসময় আল্লাহর নিকট করি
Leave a Reply