1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
একজন সাহসী যোদ্ধা মোঃ শামীম মিয়ার চিন্তা চেতনায় - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
ad

একজন সাহসী যোদ্ধা মোঃ শামীম মিয়ার চিন্তা চেতনায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৯৭ Time View

মোঃ মিজানুর রহমান

নির্বাহী সম্পাদক

অচিন্তা

কিছু মানুষ আছে খুব সুন্দর করে কথা বলে;
কিছু মানুষ আছে খুব পরিপাটিভাবে নিজেকে উপস্থাপন করে; কিছু মানুষ আছে সোজাসাপটা কথা বলে, হিপোক্রেসি পছন্দ করে না, নিজেও করে না;
কিছু মানুষ আছে যারা অন্যের দোষ না ধরে সবসময় নিজেকেই দোষী বলে ইচ্ছে করে তর্কে হেরে যায়;
কিছু মানুষ আছে এরা এমনি এমনিই ভালো, দেখলেই ভালো লাগে হয়তো তার সম্পর্কে কিছুই জানি না।

বিচিত্র রকমের, নানা স্বভাবের, নানারকম মানসিকতার মানুষ বিচরণ করে আমাদের আশেপাশে, আমাদের জীবনে। এরা বাহিরের জগতে খুবই ভালো মানুষ হিসেবে পরিচিত তবে ভেতরে হয়তো কলুষতায় পরিপূর্ণ অথবা বাহিরে যেমন সুন্দর ভিতরেও এরা তেমনই সুন্দর, কোমল।

আমরা কেবল বাহিরের রূপটাই দেখি, ভেতরের রূপ দর্শন করার ক্ষমতা সবার নেই। নিজের সাথে যতটুকু মিল খুঁজে পাই ততটুকুতে সীমাবদ্ধ থাকলেই হিসেবটা সহজ হয়।

এর বিপরীতে কিছু মানুষ আছে প্রচন্ড বেখাপ্পা, অসুন্দর (!) কিংবা চালচলনে বেয়ারা প্রকৃতির;
কিছু মানুষ আছে প্রচন্ড রাগী কিংবা বদমেজাজি;
কিছু মানুষ আছে মিনমিন করে, নিজের সহজাত স্বভাবকে লুকিয়ে সবসময় বিপরীতে থাকা মানুষকেই প্রাধান্য দেয়, প্রচন্ড রকমের অসহ্য লাগে এই মানুষগুলোকে;
কিছু মানুষ আছে বাহ্যিক অবয়ব ও উপস্থাপনা সবই সুন্দর, মানুষ হিসেবও জানি খুব ভালো তবুও দেখলেই অহেতুক গা জ্বলে, প্রচন্ড অসহ্য লাগে।
কেউ হয়তো মানুষ হিসেবে অতটা ভালো না, চেহারায় দেমাগি ভাব অথবা নিরেট গোবেচারা টাইপের অথবা আমার চোখে অসুন্দর।

এরা আমাদের চোখে বা বিবেচনায় মন্দ কিংবা অসুন্দর, অসফল, অস্বাভাবিক কিংবা অসহায় মানুষ মনে হবে।
হয়তো এরা সত্যি এমনই, বাহিরে যেমন ভিতরেও তেমন অসুন্দর, নিকষ কালো অথবা এমনও হতে পারে বাহিরের কদর্যের ঠিক বিপরীতে এরা ভেতরেই বরং সুন্দর, কোমল, নিরেট খাঁটি মানুষ। সবকিছুই মানুষের বিশেষ গুণের কারণে অথবা বিশেষ গুণের অভাবের জন্য হয়।

আমরা কেবল বাহিরের রূপটাই দেখি, ভেতরের রূপ দর্শন করার ক্ষমতা সবার নেই। নিজের সাথে যতটুকু মিল খুঁজে পাই ততটুকুতে সীমাবদ্ধ থাকলেই হিসেবটা সহজ হয়।

সবমিলিয়ে মানুষ সবসময়ই মানুষ। তার দোষ, গুণ থাকবে।মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখা ও মানুষ হিসেবে মূল্যায়ন করতে শেখাই মানুষ হবার প্রথম ও প্রধান প্রশিক্ষণ। আমাদের হয়তো এই প্রশিক্ষণ শেষ হতে হতেই জীবন ফুরিয়ে যায়। তাই জীবন সায়াহ্নে এসেও মানুষ চিনতে পারি না।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি