একাধিক মামলার আসামীর সাথে ওসি'র সেল্ফি, বিভাগীয় তদন্ত কমিটির শাস্তির সুপারিশ
মোঃ আশিকুর রহমান তুষার , বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্রুত বিচার আইনের মামলাসহ একাধিক মামলার আসামীদের সঙ্গে সেলফি ও ছবি তোলার ঘটনায় বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে। ৯মার্চ জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান খানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বুধবার ওই তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদন জমা দেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন উর্ধ্বতন কর্তপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, ৭ মার্চ বাউফল থানা চত্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলার কয়েকজন আসামী সাথে ওসি মোস্তাফিজুর রহমান সেলফি ও ছবি তোলেন এবং আসামীরা ওই সেলফি ও ছবি নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করলে বাউফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।