জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-র দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলা থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জকিগঞ্জের উত্তরপুর গ্রামের সনফর আলীর ছেলে হাসান আহমদ সাগর (২২) এবং একই থানার দিঘলীগ্রাম এলাকা মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল আজিজ (৪৮)।
বৃহস্পতিবার ( ৫ আগস্ট) বেলা ১২ টার দিকে চারখাই এলাকায় অভিযান চালিয়ে মিলন কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত মাদকের আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Leave a Reply