এগিয়ে যাচ্ছে ব্লাড রেমিট্যান্স মোল্লাতেঘরিয়া, এলাকার তরুণ সমাজকে নিয়ে প্রশংসার ঝড় সর্বস্তরের মানুষের।
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
https://www.facebook.com/BloodremittanceMollateghoriakushtia/
“রক্ত করিব দান,বাঁচাবো হাজারো মানুষের প্রাণ” এই বিষয়টি সামনে রেখে কিছুদিন আগেই কুষ্টিয়ার সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের একদল তরুন শুরু করেছিল ব্যতিক্রমী এক উদ্যোগ।এই কর্মসূচিতে তাদের উদ্দেশ্য ছিল একজন রোগী যেন সঠিক সময়ে রক্ত পেতে পারে।রক্তের অভাবে যেন কেউ মারা না যায় এটি নিশ্চিত করার জন্যই এই ধরনের উদ্যোগ বলে জানা যায়।
আমরা সাধারণত যখন রক্তের প্রয়োজন হয় তখন অনেক জায়গায় খোজাখুজি করি।কখনো দেরি হয়ে যাওয়ায় রোগী মৃত্যু মুখে পতিত হয়।কিন্তু এই প্রয়োজন এর সময় যেন কাউকে মূল্যবান সময় নষ্ট করতে না হয় এজন্য স্বেচ্ছায় যারা রক্ত দিতে চান তাদের নাম,রক্তের গ্রুপ,মোবাইল সম্পর্কিত যাবতীয় তথ্য রাখা হবে এলাকার বিদ্যালয়, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থানে।এতে করে রোগীর স্বজনেরা সহজেই ডোনারের সাথে কথা বলতে পারবেন,বাচবে সময়,বাচবে জীবন।
এই মহান উদ্যোগের ফ্রন্টলাইনে আছেন অত্র এলাকার রাহাত ইসলাম পলাশ,রিয়াদুস সালেহীন শিমুল,মোঃ মিশুক,মোঃরাকিবুল ইসলাম, ফাহিম সহ এলাকার সকল তরুন সমাজ।তাদের সাথে কথা বলে জানা গেছে অনলাইন-অফলাইন সকল ধরনের প্রচারনার পর তারা অনেক সাড়া পাচ্ছেন ইতিমধ্যে। অনেকেই এগিয়ে আসছেন ডোনার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য।তবে আরো বড় পরিসরে কার্যক্রম চালানোর জন্য সমাজের সকল পরিসর থেকে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তারা।
Leave a Reply