1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
এদন মানুষ দুনিয়াত আর আসব্যার নয় ছবিটা দেখি মন জুড়ায়" - dainikbijoyerbani.com
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
ad

এদন মানুষ দুনিয়াত আর আসব্যার নয় ছবিটা দেখি মন জুড়ায়”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৬৬ Time View

সোহেল রানাঃ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

ভালোবাসা চিরন্তন, ভালোবাসা অমলিন তা যদি হয় কোন দেশের জাতির পিতার জন্য তাহলে ধন্য সেই জাতি। অন্য দেশ কিংবা জাতির কথা বলছি না বলছি হাজার বছরের শ্রেষ্ঠবাঙ্গালী,স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙ্গালী জাতির মুক্তির অগ্রদুত,স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,দক্ষিন এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, বাঙ্গালী জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।এই মহান নেতা স্বাধীনতার ডাক না দিলে বাঙ্গালী জাতি কখনই স্বাধীনতার সাধ পেত না। যুদ্ধ বিধ্বস্থ সদ্য স্বাধীন দেশ কে নিয়ে তিনি যে স্বপ্ন দেখে ছিলেন তার প্রতিফলন আমরা দেখতে পারছি।

তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও বুদ্ধিদিপ্ত নেতৃত্বের গুনে দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।এর ফলশ্রুতিতে দেশ আজ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত। বাংলাদেশের প্রধানমন্ত্রির ঘোষনা বংলাদেশের একটি মানুষ গৃহহীন থাকবেনা এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রাজারহাটে ২টি ধাপে প্রায় ১৫০টি গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ করে জমি সহ ঘর উপহার প্রদান করা হয়েছে।

উপজেলার আশ্রায়ন প্রকল্পের সবচেয়ে বড় ছিনাই ইউনিয়নের আশ্রায়ন প্রকল্প বড়-গ্রামে গিয়ে দেখা যায় বাচ্চানী (৫৫) তাহার বসত ঘরটি পরিস্কার করার এক পর্যায়ে পরম শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর ছবিটি পরিস্কার করলেন। কথা হয় তার সাথে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন,বাবা প্রত্যেক দিন একবার করি মুই শেখ সাইবের ছবিটা পরিস্কার করং,তোমরা তো তাক দ্যাখেন নাই,এদন মানুষ দুনিয়াত আর আসব্যার নয় ছবিটা দেখি মন জুড়ায়।আরও কয়েক জন সুবিধা ভোগি এসে বলেন যারা শেখ সাইবক মাড়ছে দুনিয়ার কোটে থাকে থাউক সবাকে ধরি আনিয়া প্রধানমন্ত্রী ফাঁসি দেউক। হামরা সবাই তার জন্য দোয়া করি।

রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আকতারুজ্জামান বলেন, প্রতি বছর আগষ্ট মাস আসলেই বঙ্গবন্ধু আমাদের মানস পটে ভেসে আসে। আমরা বাঙ্গালী জাতি অকৃতজ্ঞ,বঙ্গবন্ধু পাকিস্থানে নয় মাস বন্দি থাকার পরেও পাকিস্থানি সেনারা তাকে মারতে পারে নাই কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেশকে যখন উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন ঠিক তখনি তাকে সপরিবারে নৃশংশ ভাবে হত্যা করে।এমন কি ছোট্ট শিশু শেখ রাসেল কে পর্যন্ত হত্যাকরে।তার দুই কন্যা বিদেশে থাকার কারনে প্রাণে বেঁচে যায় তার সুফল আজ বাঙ্গালী জাতি পাচ্ছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি