1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
এনওয়াইপিডির সার্জেন্ট শামসুদ্দিনকে সংবর্ধনা - dainikbijoyerbani.com
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
ad

এনওয়াইপিডির সার্জেন্ট শামসুদ্দিনকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৬৭ Time View

এনওয়াইপিডির সার্জেন্ট শামসুদ্দিনকে সংবর্ধনা প্রদান হাকিকুল ইসলাম খোকন .যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি : পৃথিবীর অন্যতম বৃহৎ ও চৌকস পুলিশ সংস্থা নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসাররা অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে দিন দিন নিজেদের অবস্থান শক্ত করে নিচ্ছেন, তারই ধারাবাহিকতায় গত ১৮ই মার্চ, ২০২১ লেফটেনেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান সাজেদুর রহমানসহ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন আরো ৪ জন বাংলাদেশী আমেরিকান এমডি সামসুদ্দিন, আবু তাহের এম ফিরোজ, মোহাম্মদ চৌধুরী এবং রাজুব ভৌমিক। এদের মধ্যে সার্জেন্ট হিসেবে সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত একজন অফিসার মোহাম্মদ সামসুদ্দিন, তিনি নিউইয়কের ব্রঙ্কসের অধিবাসী হওয়ায় সামসুদ্দিনকে এলাকাবসীর গত ২১শে মার্চ ব্রঙ্কসের খলিল বিরিয়ানী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে সংবর্ধনা প্রদান করেন এনওয়াইপিডিতে কর্মরত ব্রঙ্কসের বসবাসরত সহকর্মীবৃন্দ। এতে এনওয়াইপিডির স্থানীয় ৪৩ প্রিসেন্টের উর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সহ সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, কমিউনিটি লিঁয়াজোন ডিটেক্টিভ মাসুদ রহমান, সার্জেন্ট অফ আর্মস মাহাবুব জুয়েল, সি ডাবলু এ লোকাল ১১৮২ ইউনিয়নের প্রতিনিধি ী, পুলিশ কর্মকর্তা, স্কুল সেফটি এজেন্ট এবং ট্রাফিক এজেন্টগণ অংশ গ্রহণ করেন। উল্লেখ্য যে সার্জেন্ট সামসুদ্দিন প্রথমে ২০০৬ সালে ট্রাফিক এজেন্ট হিসেবে এনওয়াইপিডিতে যোগ দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দিন ২০১২ সালে মেধা ও যোগ্যতায় আবারো সিভিল সার্ভিস পরীক্ষার অংশগ্রহণ করে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ সার্জেন্ট পরীক্ষায় পাশ করে পদোন্নতি পেয়েছেন।
বর্তমানে এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত বাহিনীতে প্রায় সাড়ে তিন শতাধিক বাংলাদেশি কাজ করচেছন । তাদের মধ্যে ৩ জন বাংলাদেশী আমেরিকান ক্যাপ্টেন, ১০ জন লেফটেনেন্ট , ৩২ জন সার্জেন্ট, ১২ জন ডিটেক্টিভ , ২৮৫ জন পুলিশ অফিসার রয়েছেন। সিভিলিয়ান সদস্য যেমন নিউইয়র্ক সিটির ট্রাফিক এজেন্ট , স্কুল সেফটি এজেন্ট, স্কুল ক্রসিং গার্ড হিসাবে সব মিলে ১ হাজারেরও বেশি বাংলাদেশি আমেরিকান সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন এনওয়াইপিডিতে।

উল্লেখ্য ঢাকা ট্রিবিউন পত্রিকার প্রয়াত সাংবাদিক নাজিম উদ্দীনের ছোট ভাই ভোলার লালমোহনের সার্জেন্ট শামসুদ্দিন।
এনওয়াইপিডিতে কর্মরত ব্রঙ্কসের সহকর্মীবৃন্দ নৈশভোজের পর কেক কাটার মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি