মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মালামাল (নির্মাণ সামগ্রী) নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি এভার ভেনটেজ। মঙ্গলবার বেলা ১১টার দিকে বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। জাহাজটি হতে দুপুর ২টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে। সাথে সাথে খালাসকৃত মালামাল নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেড'র খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২২জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি এভার ভেনটেজ। জাহাজটি মঙ্গলবার বেলা ১১ টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১'হাজার ৯'শ ৫২ দশমিক ৪৪২ মেট্টিক টন ওজনের ২শ ৩৯প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ২টা থেকে জাহাজ হতে এ পণ্য খালাসের কাজ শুরু হবে। খালাসের সাথে সাথে এসকল মালামাল নৌযানে করে নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি হতে সমুদয় মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন বলে জানিয়েছেন এ কর্মকর্তা। উল্লেখ্য, এর আগে গত ১৭মে এম,ভি সান ইউনিটি, ৫মার্চ এম,ভি হাইডং-০৯ ও ২১ফেব্রুয়ারী এম,ভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো।