জিহাদ হোসেন রাহাত
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর পৌর জামায়াতের সদস্য ডা. ফখরুল ইসলাম এবি পার্টিতে যোগ দেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জামায়েত ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ১৬ মার্চ জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ এক বিজ্ঞাপ্তিতে জানিয়েছেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডা. ফখরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় জামায়াত। বহিষ্কারের তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের পক্ষ থেকে ডা. ফখরুল ইসলাম থেকে সতর্ক থাকার আহবানও জানানো হয়।
অপরদিকে জেলা এবি পার্টির উপদেষ্টা মুহাম্মদ আনোয়ার হোসাইনের নিজ টাইমলাইনে করা একটি পোষ্ট থেকে জানা যায়, ডা. ফখরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩৫ জনের একটি দল এবি পার্টিতে যোগ দেওয়ায় যোগদানকৃত সদস্যদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি প্রদর্শন করে একটি কুচক্রী মহল। এ ঘটনায় জেলা এবি পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
Leave a Reply