মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধি
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ দিসব উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালে পাকিস্তানি সামরিক জান্তার স্বৈরাচারী ও দমনমূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে যাদুমন্ত্রের মতো কাজ করেছিল বঙ্গবন্ধুর ৭ ই মার্চ এর ভাষণ!
সোমবার (০৭ মার্চ ২২) ইং উপলক্ষে বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ।
ঐতিহাসিক ৭ ই মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
উক্ত আলোচনা সভায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ,পৌর মেয়র রফিকুল ইসলাম সহ আওয়ামীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।