হাকিকুল ইসলাম খোকন , যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ। এ প্রেক্ষাপটে নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হাসপাতালে শিশুদের ভর্তির হার চারগুণ বেড়েছে।এ প্রেক্ষাপটে হোয়াইট হাউস বলছে, তারা কোভিড-১৯ টেস্টের ঘাটতি দ্রুতই লাঘব করবেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, কোভিড-১৯ এর জেরে শিশুদের হাসপাতালে ভর্তিতে উচ্চ গতি দেখা যাচ্ছে।
তারা বলছেন, শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে অন্তত চারগুণ। গত ৫ ডিসেম্বর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত এ বৃদ্ধির ধারা অব্যহত রয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া এ শিশুদের অর্ধেকের বয়স পাঁচ বছরের নিচে। এ বয়সের শিশুদের এখনো করোনার টিকা দেয়ার অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ অনেকটাই বেড়েছে। গত পাঁচদিনে দেশটিতে গড়ে প্রতিদিন ১ লাখ ৯০ হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। এ প্রেক্ষাপটে করোনা টেস্টের ওপর জোর দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ এন্থনি ফাউসি রোববার করোনা টেস্টের সংকটের কথা উল্লেখ করেন। তিনি আগামী মাস থেকে আরও বেশি করোনা পরীক্ষা নিশ্চিত করার পক্ষে মত দেন।