হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
গত ১৭ই অক্টোবর রবিবার, বাংলাদেশ সময় রাত ৯টায় (নয় টায়) ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (WFBB) এর উদ্যেগে
বাংলাদেশের বৌদ্ধদের আসন্ন প্রবারণা উৎসবের নিরাপত্তা, দুর্গাপূজায় হামলা ও হিন্দু হত্যা, ইত্যাদি বিষয় সমূহের উপর বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা সংগঠনের আহবায়ক ডঃ বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব সুহাস বড়ুয়ার সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ সভাপতি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্ৰধান, অধ্যাপক ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এবং দাতা আদর্শ কুমার বড়ুয়া। ডঃ বিকিরণ বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার মহান স্থ্যপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাঁর গড়া অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আসছে। এই সাম্প্রদায়িকতা দীর্ঘ দুই দশকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে আমাদের জন্য এখন একটি অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সমস্যা নিরসনে অত্যন্ত আন্তরিক বলে মনে করি এবং বৌদ্ধদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন যা অতীতে কোন সরকার করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে নেপালে ৬০ থেকে ৭০ কোটি টাকা খরচ করে বাংলাদেশী বৌদ্ধ বিহার নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশে বৌদ্ধ নেতৃত্বের অভাব দেখা যাচ্ছে। যারা নেতৃত্বে রয়েছেন তাঁরাও পারস্পর পরস্পরের প্রতি আন্তরিক ও সহযোগিতা পরায়ন নয়। নিকায় গত সমস্যাটি আদৌ সমাধান হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। লায়ন আদর্শ কুমার বড়ুয়া বলেন, বৌদ্ধ বা সংখ্যালঘুদের যে কোন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা বিধানে আমরা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করে আসছি এবং যতদিন বেঁচে থাকব তা করবো। সভাপতির বক্তব্যে ডঃ বসুমিত্র বলেন, পত্র-পত্রিকায় দেশের দুর্গাপূজা নিয়ে অনেক সহিংস ঘটনার খবর পাচ্ছি কিন্তু তাতেও স্বস্তি পাচ্ছিনা বিধায় দেশের বৌদ্ধ নেতাদের মুখ থেকে ঘটনা সমূহ গভীর ভাবে জানতে চাই। তিনি মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত একটি বৌদ্ধ বিহার ভূমি দস্যুদের দখল চক্রান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তা রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন। ডব্লিউ এফ, বি, বি এর যুগ্ন আহবায়ক আশীষ বড়ুয়া বলেন, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের মানষিকতার পরিবর্তন না ঘটলে সাম্প্রদায়িক ঘটনা চলতে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা অত্যন্ত কম বিধায় এই সমস্যা চলমান রয়েছে। তিনি বলেন পাকিস্তান আমলে যে সাম্প্রদায়িকতা ছিল তা আজও আমরা দেখছি। আশীষ বড়ুয়া বাংলাদেশের সকল বৌদ্ধ সংগঠনকে একটি সম্মেলনের মধ্যে একত্রিত হয়ে সাম্প্রদায়িক ও ধর্মীয় সমস্যা মোকাবেলার উদ্যোগ নেয়ার আহবান জানান। তিনি প্রতিটি বৌদ্ধ এলাকায় নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য যৌথ ভাবে সেচ্ছাসেবক বা পর্যবেক্ষন টিম গঠনের আহবান জানান।
ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB) এর বক্তাবৃন্দ দুর্গাপূজায় মৌলবাদীদের হামলা, ইসকনের ধর্মীয় গুরুসহ হিন্দু নেতাদের হত্যা, ধর্ষণ ও ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ ও লুট-পাটের ঘটনায় গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করে তাঁর তীব্র নিন্দা জানান। তাঁরা সাম্প্রদায়িক ঘটনাগুলির মূল কারন চিহ্নিত করার জন্য সরকার ও নেতৃবৃন্দকে আহবান জানান এবং মূল সমস্যা চিহ্নিত না হলে সমস্যার সমাধানও সম্ভব নয় বলে উদ্বেগ প্রকাশ করেন। বক্তাগন সরকারের প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন করার জোর দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড থেকে যুগ্ন আহ্বায়ক পলাশ বড়ুয়া, সংযুক্ত আরব আমিরাত থেকে যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশিষ বড়ুয়া, জেনেভা থেকে অর্থ বিষয়ক যুগ্ন আহ্বায়ক অরুন জ্যোতি বড়ুয়া,যুগ্ন সদস্য সচিব সসীম গৌরী চরণ, আয়ারল্যান্ড থেকে যুগ্ন সদস্য সচিব দিলীপ কুমার বড়ুয়া,ফ্রান্স থেকে যুগ্ন আহবায়ক উদয়ন বড়ুয়া এবং যুগ্ন সদস্য সচিব তাপস বড়ুয়া রিপন, বাংলাদেশ থেকে প্রতিনিধি ডালিম বড়ুয়া, বোস্টন থেকে প্রতিনিধি শিমুল বড়ুয়া, স্পেন থেকে প্রতিনিধি বিপ্লব বড়ুয়া ও অজিত বড়ুয়া, ভারত থেকে প্রতিনিধি সুমন বড়ুয়া, জাপান থেকে প্রতিনিধি প্রতীক বড়ুয়া, সাউথ কোরিয়া থেকে প্রতিনিধি অসীম বড়ুয়া ও রানা বড়ুয়া জীসাঙ, মালয়েশিয়া থেকে প্রতিনিধি মং শিন মারমা, ফ্লোরিডা থেকে প্রতিনিধি সংঘপ্রিয় বড়ুয়া প্রমুখ।
Leave a Reply