কক্সবাজার, কেরাত প্রতিযোগিতায়, মোঃ আফনান ১ম স্থান ও রাকিবুল ইসলাম ৩য় স্থান অর্জন করেন
স্টাফ রিপোর্টার
মোঃ সরওয়ার হোছাইন, কক্সবাজার
পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড়ে দক্ষিণ রুমালিয়ার ছড়ায় প্রতি বছরের মত এ বছরের অনুষ্ঠিত হয়েছে,গোলতাজ বেগম কেরাত প্রতিযোগিতা।কেরাত প্রতিযোগিতায় বিভিন্ন নুরানী মাদ্রাসার প্রায় ২৭জন ছাত্র অংশ গ্রহন করেন। কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন
সদর উপজেলা, ঝিলংজা, হাজী পাড়াই অবস্থিত, আলহাজ্ব ছৈয়দ আকবর মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার নূরাণী বিভাগের ১ম শ্রেণির ছাত্র মোঃআফনান। কেরাত প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেন, অত্র মাদ্রাসার নুরানী বিভাগের ২য় শ্রেনির ছাত্র রাকিবুল ইসলাম। অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ জাহেদ হোসেন বলেন আগামীতে আমাদের মাদ্রাসার ছাত্ররা যেন তাদের মা বাবার সপ্ন পুরন করতে পারে, এবং সকলের কাছে দোয়া আবেদন করি। অত্র মাদ্রাসার সভাপতি ছৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি,তারা যেন আগামীতে আরো ভাল উজ্জল করতে পারে এবং তাদের দীর্ঘ হায়াত কামনা করি।