কচুয়ার সাচার বাজারে লকডাউন অমান্য করায় ১০ ব্যবসায়ীকে অর্থদন্ড
মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে, লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক পরিধান না করায়,সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে করোনা ভাইরাসের পার্দুভাব নিয়ন্ত্রণে রাখতে সাচার বাজার পরিদর্শনে এসে, বাজারের ১০ব্যবসায়ী ও মুখে মাস্ক না থাকা কয়েকজন পথচারীকে ৫০০ থেকে ৩০০টাকা করে জরিমানা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা সাধারণ জনগণকে সতর্ক করে বলেন,আপনারা অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না,মনে রাখবেন অযথা ঘর থেকে বাহির হয়ে,ঘোরাফেরা করে,আপনার পরিবারকে ঝুঁকিতে ফেলবেন না, নিজে সতর্ক হউন,অন্যকে ও নিরাপদে রাখুন।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভূইয়া হিরা,সাধারণ সম্পাদক সেলিম বেপারী ও মিন্নত আলী তালুকদার উপস্হিত ছিলেন।