মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত ১৪ দিনের লকডাউনের প্রথম দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করলেই হচ্ছে মামলা ও জরিমানা ।
করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে কঠোর লকডাউন যথাযথভাবে বাস্তবায়নে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর জনাব সাবরীন চৌধুরী এর নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এর সহযোগিতায় রায়পুর উপজেলাধীন পৌরশহর, মেইন রাস্তাসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায় (মাস্ক পরিধান ব্যতীত) এবং অযথা ঘোরাঘুরির দায়ে ০৭জন পথচারীকে পৃথক পৃথক মামলায় মোট ১৩০০/- টাকা জরিমানা করা হয় ।
পাশাপাশি রাস্তায় নজরে আসা খেটে খাওয়া অসহায়-দু:স্থদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়ে যার যার ঘরে ফিরে যেতে অনুরোধ করা হয় এবং জরুরি প্রয়োজন ব্যতীত কাউকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে । তিনি সকলকে লকডাউন পালনে করোনা প্রতিরোধ করতে সকল কে স্বাস্হ্য বিধি পালনে আহ্বান জানান ।