1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে ১৯এ, এপ্রিল, শেষ হবে ১লা, জুন, গননা ৪ই, জুন - dainikbijoyerbani.com
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
ad

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে ১৯এ, এপ্রিল, শেষ হবে ১লা, জুন, গননা ৪ই, জুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

ভারতের লোকসভার নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশন শ্রী রাজীব সিনহা। তিনি গতকাল প্রেস কনফারেন্সে যোগ দিয়ে বলেন যে আগামী ১৯এ, এপ্রিল থেকে শুরু হবে ভারতের প্রথম দফায় ভোট। এবং শেষ হবে আগামী ১লা, জুন। এবং ভোট ঘোষণা করা হবে আগামী ৪ই, জুন। ইতিমধ্যে ভারতের বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করেছে বি এস এফ ও সি আর পি এফ এর জওয়ানরা। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে ইন্দো তিব্বতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের। কড়া নিরাপত্তা এবং আধুনিক সি সি টি ক্যামেরা ব্যবহার করে নির্বাচন শুরু করবে দেশের নির্বাচন কমিশন। কোথাও ফাঁকা রাখতে চাইছে না। ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারতের নির্বাচন কমিশনের সদস্যরা। প্রতিটি বুথে বুথে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অশান্তি ও কোন অপ্রকাশিত ঘটনা না ঘটে তার জন্য সবধরনের ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ভারতের মুখ্য নির্বাচন কমিশন রাজীব সিনহা।। ভারতের জম্মু ও কাশ্মীর থাকে শুরু করে ভারতের অরুণাচল প্রদেশ ও দক্ষিণ ভারতের লাক্ষাদ্বীপ ও বঙ্গোপসাগরে বুকে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ থেকে পশ্চিম বাংলা র সাগর ও গভীর সুন্দর বন এলাকা। এবং ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে থেকে মরু রাজ্যে রাজস্থান ও উত্তর প্রদেশ ও সিকিম সব যায়গায় লোকসভার নির্বাচন হবে। প্রথম শুরু হচ্ছে, ১৯ই, এপ্রিল। তার পর ২৬এ, এপ্রিল। তার পর ৭ই, মে, এবং ১৩ই, মে এবং ২০,২৫ই, মে। শেষ হবে আগামী ১লা, জুন। ভারতের লোকসভার নির্বাচন উপলক্ষে ভারতের বি জে পি এবং ভারতের জাতীয় কংগ্রেস ও তৃনমূল দল এবং এন সি পি আর জে ডি এবং শিবসেনা, আম আদমি পার্টি সহ বহু দল ভাগ নেবে। এবারের নির্বাচনে ভাগ্য পরিক্ষা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী ও অমিত শাহ, রাজনাথ সিঙ এবং লাল্লু যাদব ও সহ অখিলেশ যাদব, মায়াবতী এবং জম্মু ও কাশ্মীরের ফারুক আবদুল্লাহের। আগামী নির্বাচনে ২০২৪শে, কোন দল ক্ষমতা দখল করবে তার জন্য আগামী ৪ই, জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে তাদের প্রার্থী কে বিজয়ী করার জন্য। পশ্চিম বাংলা র তৃনমূল দল এবং বিজেপি ও ভারতের জাতীয় কংগ্রেস ও বামফ্রন্ট ইতিমধ্যে তাদের দলের প্রচার শুরু করে দিয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বন্দুকের নল উচিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি