কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস।
মাজেদ আহমেদ জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের সহযোগিতায় শতাধিক শিক্ষার্থীরা পেলো বিনামূল্যে স্কুল ড্রেস।
ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের সহযোগিতায় রবিবার (২৫ এপ্রিল) দুপুরে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম লোকমান চৌধুরী।
আমেরিকা প্রবাসী ও সংগঠক ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ইফজাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
আওলাদ হোসেন লস্করের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রসুলপুর গৌছ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী রাহাত।
বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী, এবাদুল হক চৌধুরী, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, জকিগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউ.পি সদস্য জুনেদ আহমদ, জুনেল আহমদ চৌধুরী ফারুক, ময়নুল চৌধুরী আব্বাস, মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী রিলন।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেল মো. রেজা, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আশরাফুল আম্বিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, এবাদুল হক চৌধুরী , মাস্টার আব্দুল মান্নান, তোফায়েল চৌধুরী, সজল চৌধুরী, তারেক চৌধুরী, আহমদ কবির চৌধুরী সাহেল, নুরুদ্দীন, সংবাদকর্মী আহমদ হোসাইন আইমান প্রমুখ।
অনুষ্ঠানে দাতা সদস্য পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক চৌধুরী লেচু মিয়া, আব্দুল ফাত্তাহ চৌধুরী বাবু, আহবাব আহমদ চৌধুরী, কামাল আহমদ চৌধুরী, আজমল হোসেন চৌধুরী। ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্টের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব কামাল আহমদ, সদস্য সাকিব আল হাসান, আমিনুল হক চৌধুরী রাদু, জে এফ চৌধুরী ফাহিম, রামীম চৌধুরী, আহমদ আল কায়কোবাদ, সাব্বির আহমদ ফারহানসহ আরো অনেকেই।
এসময় ইফজাল আহমদ চৌধুরী- স্কুলের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, অর্থনীতিবিদ আহমদ আল কবির, মনসব আলী ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্য বৃন্দসহ সকল দাতা সদস্য ও এলাকার বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply