জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ‘লিটারেসি ফর হিউম্যান-সেন্টার্ড রিকভারি: ন্যারোয়িং দ্যা ডিজিটাল ডিভাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন,অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়,উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম,ডা. নিশীতা সিনহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন,কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ,কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্র কুমার পাল, প্রধান শিক্ষক সালাউদ্দিন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে আগামী ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার ব্যাপারে আলোকপাত করা হয়।