কমলগঞ্জ উপজেলায় জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু।
সিলেট ব্যুরোঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জুয়েল-তাহমিনা দম্পতির পেট জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) রাত ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শিশু দুটির বাবা জুয়েল আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জন্মের পর থেকেই আমরা দুশ্চিন্তার মধ্যে ছিলাম।
আমার বাচ্চা দুটিকে বাঁচানোর জন্য ঢাকা শিশু হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা জানিয়েছেন যে একটা হার্ট আছে তাদের। অপারেশন করলে বাঁচানো সম্ভব। আজ সকালে একজন বড় ডাক্তার এসে দেখার কথা ছিল। কিন্তু তারা পৃথিবী থেকে চলে গেল।
উল্লেখ্য, ৫ মে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট মেডিকেল হাসপাতালে শরীর জোড়ালাগা শিশুর জন্ম হয়। দুজনের পেট একত্রে জোড়া লাগান। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা আলাদা।
তারা দু’জনই মেয়ে সন্তান।জেলার কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামের জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতির পরিবারে এ দু্ই কন্যা শিশুর জন্ম হয়েছিল। জুয়েল আহমদ পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে তার ছোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জুয়েল আহমদ দম্পতির পরিবারে পাঁচ বছরের আরেকটি মেয়ে সন্তান রয়েছে।