আল আমিন আহমেদ নাঈম, সিলেট সদর।
দুই বছরের দুই অক্টোবরে বিলুপ্ত হয়েছিলো সিলেটে ছাত্রলীগের জেলা ও মহানগর ইউনিটের কমিটি। তারপর থেকে আর কমিটি পায়নি এ দুই ইউনিট। ৪ বছর ধরে কমিটির অপেক্ষায় আছে জেলা ছাত্রলীগ আর মহানগর ছাত্রলীগ একই অপেক্ষায় আছে তিন বছর ধরে। তবে ক্যালেন্ডারের পাতায় যখন আরো একটি অক্টোবর এসে হাজির হয়েছে, জেগেছে গেরো খোলার সম্ভাবনা। বাতাসে জোর গুঞ্জন এই অক্টোবরেই হয়তো কমিটি পেতে পারে সিলেট ছাত্রলীগের দুই ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটো কমিটিই বিলুপ্ত হয় অনাকাক্সিক্ষত ঘটনার জেরে। ২০১৮ সালে ২১ অক্টোবর বিলুপ্ত হয় আবদুল বাসিত রুম্মান ও আবদুল আলিম তুষারের নেতৃত্বাধীন মহানগর ছাত্রলীগের কমিটি; সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে। এমনকি সাধারণ সম্পাদক তুষারকে সে সময় এই অভিযোগে সংগঠন থেকেও বহিস্কার করা হয়। এর এক বছর আগে ২০১৭ সালের ১৮ অক্টোবর বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল সিলেট জেলা ছাত্রলীগের শাহরিয়ার আলম সামাদ ও এম. রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি। অভ্যন্তরীণ কোন্দলের জেরে কর্মী হত্যার দাগ লাগায় বিলুপ্ত হয় ওই কমিটি। দলীয় কর্মীর হত্যার ঘটনায় সে সময় জেলার সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর বিরুদ্ধে মামলাও হয়েছিলো।
বদনাম মাথায় নিয়ে দুটি কমিটির বিলুপ্তির পর দীর্ঘ সময়েও আর কমিটি পায়নি জেলা ও মহানগর ছাত্রলীগ। মাঝে বেশ কয়েকবার কমিটি গঠনের গুঞ্জন উঠলেও তা আলোর মুখ দেখেনি। আশায় বুক বেঁধে থাকা নেতাকর্মীরা বারবারই আশাহত হচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের আসা যাওয়ার মাঝেও অপূরণীয় থেকে গেছে সিলেট ছাত্রলীগ পরিবারের দাবি। গত মার্চে এবং সেপ্টেম্বরে দু’ দফায় কেন্দ্রের নেতারা দেখে গেলেন, নেতাকর্মীদের ভালোবাসা মেখে গেলেন। কিন্তু কমিটির ব্যাপারে কোনো ‘টু শব্দটি’ও করেননি। ৪ বছর ধরে দিশেহারা জেলা আর ৩ বছর ধরে মহানগর। অনুমোদনহীন কমিটি না থাকাতে এখন ঘরে-ঘরে, পাড়ায়-পাড়ায় নেতা পরিচয়ধারীর সংখ্যা কেবলই বাড়ছে। কমিটির আশায় আশায় দিন গুণতে গুণতে ক্লান্ত ছাত্রলীগ নেতাকর্মীরা। আসি, আসি করেও কমিটি আর আসে না। তাই অনেকেই আশা ছেড়ে তরী ভিড়িয়েছেন যুবলীগ, তাঁতীলীগসহ নানা লীগে।
তৃণমূলের আর ত্যাগী নেতাকর্মীরা দীর্ঘদিন কমিটিহীন থেকে হতাশায় ভুগছেন। নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের শেষ নেই। যখনই কেন্দ্রীয় কোনো নেতা সিলেট সফরে আসেন। তখন তারা আশায় বুক বাঁধেন। এই বুঝি কমিটি এলো। তবে কমিটি না দিয়েই সিলেট ছাড়েন নেতারা। দিন যায়, কমিটির দেখা মিলে না। গত মার্চ মাসে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মী ও গত সেপ্টেম্বরে সিলেট ঘুরে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। ১৩ মার্চে নগরের কবি নজরুল অডিটোরিয়ামের কর্মী সভায় কমিটির ঘোষণা আসবে এমন আশায় বুক বেঁধেছিলেন নেতাকর্মীরা। কিন্তু কমিটি আসেনি।
ছাত্রলীগের কমিটি না থাকাতে কিছুটা প্রভাব পড়েছে মূল দলেও। মিছিল-সমাবেশে এখন নেতাকর্মীরা আগের মতো গুরুত্ব দিচ্ছেন না ছোটদের। সমন্বিতভাবে সিলেট ছাত্রলীগের কোনো কর্মসূচি চোখে পড়ে না। গ্রুপ, উপগ্রুপে বিভক্ত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। খোঁজ নিয়ে দেখা গেছে সিলেট ছাত্রলীগ পরিবারে গ্রুপিং রাজনীতিতে সক্রিয় অন্তত এক ডজন গ্রুপ। এসব গ্রুপ থেকেই আগামীতে ছাত্রলীগের দু’টি ইউনিটেই শীর্ষ নেতৃত্ব আসার সম্ভাবনা রয়েছে। সিলেটে পৃথকভাবে সক্রিয় রয়েছে কাশ্মির গ্রুপ, তেলিহাওর গ্রুপ, দর্শনদেউড়ি গ্রুপ, টিলাগড়ের আজাদ গ্রুপ ও রণজিত গ্রুপ, আসাদ গ্রুপ। এছাড়াও আরও কিছু কিছু উপগ্রুপও মাঠে রয়েছে।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নেতাদের নিয়ে বসেন। তিনি নির্দেশনা দিয়েছেন সামনে নির্বাচন, ছাত্রলীগের কমিটি দিতে হবে দেখে-শুনে। যাচাই-বাছাই করে। আর এমন ঘোষণাতে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন সিলেট ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা আশা করছেন খুব শিগগিরই আসবে কমিটি, হয়তো এই অক্টোবরেই। হয়তো আজ-কালের মধ্যেই।
Leave a Reply