মোহাঃ ফরহাদ হোসেন,কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় কয়রায় অসহায় এক কৃষকের ধান কেটে বাড়ীতে পৌঁছে দিলেন বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখা। গতকাল সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫নং কয়রায় এ ধানকাটা কার্যক্রমে নেতৃত্বে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু। এ সময় কৃষক শেখ রজব আলী জানান, কয়রা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা তীব্র রোদে পুড়ে ধান কেটে ঘরে তুলে দেন। এতেই আমি মহা খুশি। ধান কাটার বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু বলেন, বৈশাখের প্রচন্ড তাপদাহে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশনায় অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হচ্ছে। যতদিন পযন্ত কৃষকের শ্রমিক সংকট থাকবে ততদিন ছাত্রলীগ এই ধান কাটা কার্যক্রম চলমান রাখবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফেরদাউস আহমেদ, শেখ জুবায়ের, মোঃ মিজানুর রহমান, মেহেদী হাসান শুভ, আরাফাত হোসেন, আশরাফ, ইমরান প্রমুখ।
Leave a Reply