কয়রায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন
মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সুব্রত কুমার সরকার, সহাকরি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, উপ সহকারী কৃষি অফিসার আল মাহফুজ, আঃ হামিদ, আঃ মান্নান, রাজু আহমেদ, সাধক কুমার ঢালী, গুরুদাস কুমার মন্ডল, অনুতব সরকার, কৃষক রুহুল আমিন মোড়ল, ফজিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার ও বীজ বিতরন করা হয়। এ ছাড়া আরও ৪০ জন কৃষকের মাঝে পাটের বীজ বিতরন করা হয়।
কয়রা(খুলনা)
তাং-১২-৪-২৩ ইং।
Leave a Reply