মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে করোনাকালীন ক্ষতিগ্রস্হ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
১ সেপ্টেম্বর (বুধবার) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে সাংবাদিকদের চেক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে চেক তুলে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম আলী বেগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা,বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন,সাধারণ সম্পাদক আরিফ রহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু,আব্দুল মোত্তালিব মানিক,সিনিয়র সাংবাদিক সমুদ্র হক,মিলন রহমান প্রমূখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন,বঙ্গবন্ধুর স্বপনে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আাজ সারাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশপ রয়েছেন। করোনা মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। অর্থিক অনুদানসহ খাদ্য সামগ্রী প্রদান ও বিনামুল্যে টিকা প্রদান কাজ অব্যহত রয়েছে।
তিনি আরও বলেন,সারাদেশের ন্যায় বগুড়াতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে। উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।