জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে ফের করোনা টিকাদান শুরু হয়েছে। আজ সোমবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলার পশ্চিম পাগলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে চীনের তৈরি সিনোফার্মের ‘সিনোভ্যাক’ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে গণমাধ্যমকর্মী আলাল হোসেন রাফিকে টিকা প্রদানের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, গতকাল ১৬’শ ৩০ ডোজ সিনোফার্মের টিকা ‘সিনোভ্যাক’ এসে পৌঁছেছে। আজ থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা গ্রহণের ক্ষেত্রে surokkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে অথবা গুগল প্লে স্টোর থেকে “সুরক্ষা” অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে এবং টিকা কার্ড সংগ্রহ করতে হবে। এরপর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে টিকা দেয়ার তারিখ ও কেন্দ্র জানানো হলে সময় মতো সঠিক কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই টিকা কার্ড ও এনআইডি সাথে রাখার কথা জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোজাহারুল ইসলাম,পশ্চিম পাগলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জ্যোতি,ডা. হুমায়ুন কবির, ইনাতনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জমির হোসেন প্রমুখ।