করোনায় ঢিলাঢালা ঈদুল ফিতর পালিত, মোংলায় ঈদের নামাজ হয়েছে মসজিদে
বাগেরহাট প্রতিনিধিঃ
মহামারির কারণে এবার ঈদগাঁহে হয়নি ঈদের নামাজ। সরকারি নির্দেশনা অনুসরণ করে এবার মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদগুলোয় যতোটা সম্ভব স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেছেন মসজিদ কমিটিগুলো। তবে শারীরিক দূরত্ব মানা হয়নি তেমনটা। আর ঈদের নামাজ শেষে সৌহার্দ্য বিনিময় বা কোলাকোলি, হ্যান্ডশেক করার দৃশ্য খুব একটা দেখা যায়নি। শুক্রবার (১৪ মে) সকালে মোংলা পৌর শহরের বিভিন্ন মসজিদে ঈদের নামাজে এমনটাই দেখা গেছে। সকাল সাড়ে ৮ টায় বাজার জামে মসজিদ, ৮ টায় বিএলএস, কবরস্থান ও ট্রেডার্স জামে মসজিদসহ অন্যান্য মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ গুলোতে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন। তবে অধিকাংশ মুসল্লি হাত মেলানো এবং কোলাকুলি থেকে বিরত থাকেন। এক্ষেত্রে শিশু কিশোররা বিরত থাকতে পারেননি। একে অপরকে জড়িয়ে তারা ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন। এরপর অনেক মুসল্লিকে মৃত বাবা-মা আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করতে দেখা গেছে। বিভিন্ন মসজিদে মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি ও দেশের শান্তি কামনা করা হয়। ঈদের নামাজের আগে মসজিদ কর্তৃপক্ষ জীবাণুনাশক দিয়ে মুসল্লিদের হাত স্প্রে করে দিয়েছেন। মসজিদে অনেকেই বাসা থেকে জায়নামাজ নিয়ে এসেছেন। তবে শারীরিক দূরত্ব মানা হয়নি। নামাজ শেষে ফিলিস্তিনে হামলার নিন্দা এবং করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়।