মোহাঃ ফরহাদ হোসেন কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলাধীন উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা বাজারে প্রতিষ্ঠিত মরিয়ম ফাউণ্ডেশন করোনাকালীন সময়ে মুমুর্ষ রোগীদের বেসরকারিভাবে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। গত ৮ জুলাই, ২০২১ তারিখে প্রতিষ্ঠিত মরিয়ম ফাউণ্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি মুমুর্ষ রোগীদের অক্সিজেন সেবা প্রদানের মাধ্যমে ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করা মাত্রই ফাউণ্ডেশনের স্বেচ্ছাসেবকগন অক্সিজেন সিলিণ্ডার নিয়ে রোগীর বাড়িতে পেঁৗছে সম্পূর্ণ বিনামূল্যে রোগীর অক্সিজেন সাপোর্ট দিচ্ছেন। আর এটি সম্ভব হয়েছে এলাকার তরুন সমাজ সেবক পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক শেখ মো. আবু সাঈদ এর ব্যক্তিগত প্রচেষ্টায়। তিনি অত্র এলাকার মৃত অহেদ বক্স শেখ ও মৃত মরিয়ম বেগমের পুত্র। এব্যাপারে প্রভাষক আবু সাঈদের সাথে কথা হলে বলেন, ‘কিছুদিন আগে আমার ভাই করোনা আক্রান্ত হলে আমি রোগীর জন্য অক্সিজেনের প্রয়োজনীয়তা অনুভব করি। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স অনেক দূরে হওয়ায় রোগীর প্রয়োজন মুহুর্তে অক্সিজেনের অভাব আমি দারুনভাবে অনুভব করি। আমার ভাই বর্তমানে সুস্থ হলেও সেই অভাববোধ থেকে আমি আমার সাধ্যানুযায়ী এলাকার মানুষের সম্পূর্ণ বিনা পয়সায় অক্সিজেন সেবা দেওয়ার ইচ্ছা পোষন করি। সেই মানসিকতায় নিজ অর্থে অক্সিজেন সিলিণ্ডার ক্রয় করে আমার মৃত মাতার স্মৃতি স্বরূপ মরিয়ম ফাউণ্ডেশন নামে একটি অক্সিজেন ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছ্।ি ফাউণ্ডেশনে এ পর্যন্ত ৫টি সিলিণ্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এলাকার রোগীদের অক্সিজেন সেবা দিতে আরও সিলিণ্ডারের প্রয়োজন বলে আমি মনে করি। যদি কোন স্বহৃদয় ব্যক্তি অক্সিজেন সিলিণ্ডার ক্রয়ের জন্য মরিয়ম ফাউণ্ডেশনে আর্থিক সহযোগিতা করতে চান তবে তা গ্রহন করা যেতে পারে।’ তার এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের সাধারন মানুষ। এমুহুর্তে সংগঠনটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শিক্ষক মো. হুমায়ূন কবীর। রোগীর অক্সিজেন সেবা পাওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে ০১৯১১-১৬০৬৫৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply