কলাপাড়ায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।।
স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীর কলাপাড়ায় ৩৫ পাউন্ড কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার শেষ বিকালে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমান’র সভাতিতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিববুর রহমান মহিব এমপি। এছাড়া অন্যন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ। সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ছয় টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে কুয়াকাটা ও মহিপুরে স্বল্পপরিসরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।
সৈয়দ মোঃ রাসেল
২৩-০৬-২০২১
Leave a Reply