স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলিপুর বাজার এলাকায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাস্ক না পরার অপরাধে চার জন পথচারীকে একশত ৬০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকা হতে ১.৩০ ঘটিকায় উপজেলার মহিপুর ও আলিপুর বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে উপজেলার মহিপুর বাজার এলাকায় কাপড় ব্যবসায়ী মোঃ আল আমিনকে ১০ হাজার টাকা, মহিপুর ও আলিপুর বাজার এলাকায় পথচারী মোঃ সোহাগ, মোঃ ইলিয়াস, মোঃ পরভেজ, মোঃ সাগর উভয়কে ৪০ টাকা করে মোট একশত ৬০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে এক ব্যবসায়ী এবং চার পথচারীকে জরিমানা করা হয়েছে। এসময় তিনি নিজেই হ্যান্ড মাইকে কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ হতে রক্ষা পেতে জনসাধারণকে জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে যেতে বারন করেন। এসময় তিনি বলেন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।
সৈয়দ মোঃ রাসেল
মোবা: ০১৭১৬-৩৮১০২৯
তারিখ: ২২-০৪-২০২১ইং।