সৈয়দ মোঃ রাসেল,স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দু’গ্রুপের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিবুল ইসলাম (২৪) নামে ছাত্রলীগ মিঠাগঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারন সম্পাদককে কুপিয়ে তার ডান হাতের কব্জি কর্তন করেছে অপর একটি গ্রুপের সদস্যরা। বুধবার রাত ৯ টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমউদ্দিন স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল ইসলাম রায়হান (২৬) গুরুতর আহত হয়। এদেরকে ওই দিন রাত ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ ঘটনায় কোন পক্ষই কোন মামলা করেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদকের পদ নিয়ে রাকিবুল ইসলাম এবং মো.সাইফুল ইসলাম রায়হান প্রতিদ্বন্দিতা করেন । পরে রাকিবুল ইসলাম ওই পদে নির্বাচিত হয় । এ নিয়ে দু’জনের মধ্যে অর্ন্তরদ্বন্দ চলে আসছিল । এছাড়া এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও সাইফুল ইসলাম রায়হানকে কুপিয়ে জখম করে রাকিবুল গ্রুপ । এ ঘটনায় মামলা চলমান রয়েছে । বুধবার রাতে মামলা তুলে নেয়া নিয়ে রাকিবুল এবং সাইফুল ইসলাম রায়হানের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে সাইফুল ইসলাম রায়হানকে কুপিয়ে জখম করে রাকিবুল গ্রুপ। এ ঘটনার জেরে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে সাইফুল ইসলাম রায়হান গ্রুপ রাকিবুল ইসলামকে কুপিয়ে তার ডান হাতের কব্জি কর্তন করে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ।
তবে তাদের বক্তব্যে নিতে দু’গ্রুপের প্রধানদের সাথে যোগোযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে ।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, ঘটনা শুনেছি ,তবে কোন পক্ষই কোন মামলা করেননি ।