কলাপাড়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে জখম।।
স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীর কলাপাড়ায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসীরা মো.কামরুল হাসান গাজী (৩৫) নামে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে জখম করেছে । আশংকা জনক অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে । পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কামরুল হাসান গাজী চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের আবদুল খালেক গাজীর ছেলে । সে ছাত্রলীগ চাকামইয়া ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি । এ ঘটনায় আহত কামরুল হাসান গাজী টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু মীরা কে দায়ী করেছেন।
চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হুমায়ুন কবির কেরামত জানান, পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার নেতৃত্বে আবির ,জহিরুল ও জনি এ ঘটনা ঘটিয়েছে ।
এ ব্যাপারে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু’র সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, মূলতঃ চাকামইয়া এবং টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যানের অভ্যন্তরীর দ্বন্দের কারনে এ ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন ।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে । পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সৈয়দ মোঃ রাসেল
তারিখ: ২৪-০৬-২০২১
মোবা : ০১৭১৬-৩৮১০২৯।