সৈয়দ মোঃ রাসেল,স্টাফ রিপোর্টার।।
‘‘প্লাষ্টিক দূষন বন্ধ করি-পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করি’’ এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)’র আয়োজনে উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন, জীব বৈচিত্র গবেষক সাগরিকা স্মৃতি, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সম্পাদক আনোয়ার হোসেন আনু। মানবববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ পর্যটকরা অংশগ্রহন করেন।
বক্তারা কুয়াকাটা সমুদ্র সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থানের পরিবেশ রক্ষায় কুয়াকাটাবাসীকে সচেতনতা বৃদ্ধির অনুরোধ জানান। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্ববান জানান।