কলাপাড়ায় বাউল সংঘের দু:স্থ শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
স্টাফ রিপোর্টার:
কলাপাড়ায় দু:স্থ বাউল শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার রাতে বেসরকারি উন্নযন সংস্থা পাথওয়ে উদ্যোগে প্রায় ৫০ জন দু:স্থ বাউল শিল্পীর হাতে শীতবস্ত্র তুলে দেওযা হয়। কম্বল হাতে পেয়ে বাউল শিল্পীরা খুব খুশি।
কলাপাড়া বাউল সংঘের সাধারণ সম্পাদক শামীম বেপারীর সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, পাথওয়ে প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল কবির মুরাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক ফরাজি মো: ইমরান, বাউল সংঘের সভাপতি গাজী বাবুল, সহ-সভাপতি খায়রুল তালুকদারসহ আরো অনেকে ।
কলাপাড়া লঞ্চ ঘাটের ২১ জন শ্রমিককে একটি করে কম্বল দেওয়াা হয়েছে। শ্রমিক সোবহান বলেন, আমাদেরকে কেউই এ ধরনের সহযোগিতা করেনি। এই প্রথম পাথওয়ে আমাদের পাশে দাঁডযিেেছ।
উল্লেখ্য, বেসরকারি উন্নযন সংস্থা পাথওয়ে উদ্যোগে কলাপাড়ায় জেলে, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া ও রাখাইন পরিবারসহ অসহায়-দরিদ্র ১০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া
তাং: ৩১.১২.২০২০ ইং:
মোবা: ০১৭১৬-৩৮১০২৯।