কলাপাড়ায় মাসুম বেপারী’র বিশাল শো-ডাউন।
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী বিশাল এক শো-ডাউন করেছে । ১৪ (জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পৌরসভার শত শত ভোটাররা তাকে নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।এতে সাধারন ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎফুল্লতা দেখা গেছে।
জানা গেছে, আ’লীগ থেকে দলীয় মনোনয়নের জন্য তিনি সহ অন্ততঃ সাতজন প্রার্থী মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করলেও মনোনয়ন বোর্ড সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে মনোনীত করেন। এতে দিদার উদ্দিন আহমেদ মাসুম’র ভক্ত সমর্থকরা অনেকটা আশাহত হয় । তিনি ঢাকা থেকে কলাপাড়ায় আসার সাথে সাথে শত শত মানুষ তাঁর বাড়ীতে ভীড় জমায় । দিদার উদ্দিন মাসুম ভক্ত সমর্থকদের ধৈর্য ধারন করার কথা বলেন। এদিকে সন্ধ্যায় তাঁর ভক্ত সমর্থকরা তাঁর অফিস কক্ষে ভীড় করে । পরে সমর্থকদের চাঁপে তিনি শো-ডাউন করতে বাধ্য হয় বলে জানা গেছে ।
উল্লেখ্য, দিদার উদ্দিন আহমেদ মাসুম আরো দু’বার পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন।
সৈয়দ মোঃ রাসেল।
তারিখ: ১৫-০১-২০২১
মোবা: ০১৭১৬-৩৮১০২৯।