কলাপাড়ায় মুজিব কিল্লা ও আশ্রয়ন কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার।।
কলাপাড়ায় নব-নির্মিত দুটি আধুনিক সুবিধা সংবলিত মুজিব কিল্লা ও ৩ টি আশ্রয়ন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একইসময় এ উপজেলায় আরও ৫ টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। রবিবার সকাল দশটায় ভিডিও কনফারেন্সে গনভবন থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এসময় গনভবনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাকামইয়া নেওয়াপাড়া মুজিব কিল্লায় উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, জমিদাতা হাকিম আলী তালুকদার।
উল্লেখ্য, ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ মানুষকে সাহায্যের হাত বাড়াতে কলাপাড়ায় এসেছিলেন বঙ্গবন্ধু। ১৯৭২ সালে দুর্যোগকালীন সময়ে মানুষ ও সম্পদ রক্ষায় কলাপাড়ায় মাটি দিয়ে নির্মিত ২৩টি মুজিব কেল্লাগুলোকে আশ্রয়ের জন্য সংষ্কারের নির্দেশ দেন বঙ্গবন্ধু। পরে আধুনিক যুগের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১৮ সালের জুলাই মাসে এসব মুজিব কিল্লায় আধুনিক সুবিধা সম্বলিত ভবন নির্মান কাজ শুরু করা হয়।
সৈয়দ মোঃ রাসেল
তাং: ২৩.০৫.২০২১ ইং:
মোবা: ০১৭১৬-৩৮১০২৯।