ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলাধীন কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের বটতলা বাজারের মহাসড়কের উত্তর পাশে ৪ জুলাই ২০২৫ ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় ব্রুনাই প্রবাসী মিজানুর রহমান নান্না এর মালিকানাধীন নির্মিত নিউ মার্কেটে স্থানীয় প্রতিপক্ষরা হামলা করে একটি দোকানে জোরকরে সাইনবোর্ড লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে চাঁদাদাবি করেন মর্মে মামলা সূত্রে অভিযোগ পাওয়া গিয়েছে।
উক্ত ঘটনা চলাকালীন সময়ে মার্কেটের কোনোএক ব্যবসায়ী কাঁঠালিয়া থানায় ফোন করে জানালে, পুলিশ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক মাঈনুল ইসলাম ও মারুফ হাওলাদার নামে দুইজনকে আটক করেন।
এসময় মার্কেট মালিক মিজানুর রহমান নান্না ও তার স্ত্রী শাহনাজ পারভীন প্রতিপক্ষের হামলায় আহত হন। পরবর্তীতে শাহনাজ পারভীন বাদী হয়ে ৭ জনার নাম উল্লেখ পূর্বক ও ৫ জনকে অজ্ঞাত রেখে মোট ১২ জনকে আসামী করে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি ও দোকান ঘরে সাইনবোর্ড লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আটককৃত দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ। অভিযুক্ত আসামীরা হলেনঃ- ১। মোঃ মাইনুল ইসলাম (৩৫), ২। মোঃ মারুফ হাওলাদার (২৫), ৩। মোঃ সেলিম হাওলাদার (৬০) ৪। সালাম হাওলাদার (৫৫), ৫। বিউটি বেগম ( ৫৩), ৬। আলমগীর হোসেন (৭০), ৭।মোসাঃ সালমা আক্তার (৪৫), সর্ব সাং আনইলবুনিয়া, থানাঃ কাঁঠালিয়া, জেলা ঝালকাঠি
অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
এমতাবস্থায় বাদী শাহনাজ পারভীন প্রতিবেদককে জানান মামলা করার পর দুইজন আসামীকে কোর্টে চালান দিলে অন্যান্য আসামীরা ও তাদের স্বজনরা আমাকেসহ আমার পরিবারের সকল সদস্যদের খুন জখম করে মার্কেট জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আল আমিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন যে, ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং দুইজন আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।