ইলিয়াস হাওলাদারঃ
অবকাঠামো উন্নয়নে এগিয়ে চলছে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা । সমৃদ্ধ কাঠালিয়া ও স্বপ্নের মডেল উপজেলা গড়ার লক্ষ্যে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে এ উপজেলায়।
বর্তমান সরকারের আমলে রাস্তাঘাট,ব্রিজ কালভার্ট, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা-সংস্কৃতি, বিদ্যুৎ, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে এ উপজেলায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ইতিপূর্বে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চলমান রয়েছে আরো হাজার হাজার কোটি টাকার অসংখ্য ছোট, বড় উন্নয়ন প্রকল্প।
স্থানীয়রা বলছেন, এলাকার সাংসদ, বজলুল হক হারুন কাঠালিয়াকে মডেল উপজেলায় পরিণত করার স্বপ্ন লালন করছেন, তার ইতিপূর্বে নানা উন্নয়ন কর্মকান্ডে বহুদূর এগিয়ে গেছে। বাস্তবায়িত দৃশ্যমান বড় বড় প্রকল্পের মাধ্যমে অবহেলিত কাঠালিয়া সারাদেশে অন্যরকম এক উপজেলার পরিচিতি লাভ করেছে।
স্থানীয়রা বলেন ‘এ উপজেলা সন্ত্রাসীদের এলাকা হিসেবে পরিচিত ছিল। খুন, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের কারণে ভীতিকর জনপদ ছিল কাঠালিয়া। এক সময় অপরাধীদের নিরাপদ অভায়রণ্য বলা হতো এ উপজেলাকে। ধীরে ধীরে সেই অশান্ত জনপদটি শান্তির জনপদে পরিণত হয়েছে। সরকারের অবকাঠামো উন্নয়নে উপজেলার মান-মর্যাদা, পরিচিতি সারাদেশে আরো বিস্তৃত হয়েছে।
এলাকার সংসদ সদস্য বজলুল হক হারুন এমপি, সরকারি বিভিন্ন উন্নয়ন বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে এসে কাঠালিয়া উপজেলাকে নানাভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উপজেলার সৌন্দর্য বৃদ্ধি, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষিখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারের পাশাপাশি স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন করেছেন।
জানা যায়, বজলুল হক হারুন এমপির দৃশ্যমান উন্নয়নে কাঠালিয়া উপজেলায় নির্মিত হয়েছে আধুনিক সম্পুর্ন শীততাপ নিয়ন্ত্রীত উপজেলা অডিটরিয়াম, আধুনিক মডেল থানা ভবন। উপজেলার ৩৫ মাধ্যমিক বিদ্যালয়, ১২০ টি প্রাথমিক বিদ্যালয়, সকল কলেজ ও মাদ্রাসায়র শহীদ মিনার নির্মান। এবং গ্রামীণ রাস্তা নির্মান, ৫০ টি শিক্ষা প্রতিষ্টানের মাঠ ভরাট, সরাকারী বেসরকারী প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়।
কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার বলেন, এমপি মহোদয়ের বরাদ্দকৃত টাকা দিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করতে পেরেছি এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।