ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে, শাহ আলম খানের স্ত্রী আম্বিয়া বেগমের ব্যাংক একটান্ট থেকে, প্রতারণা করে ৩ লক্ষ ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মহিষকান্দি গ্রামের মনির বিশ্বাসের ছেলে (তফছেরের খেয়াঘাটের ওষুধ দোকানদার) নাইমুর রহমান (সিয়াম) এর বিরুদ্ধে।
শাহ আলম এবং শাহ আলমের মেয়ে শারমিন সাংবাদিকদের বলেন, লাইফ ইন্স্যুরেন্সের টাকা উত্তলন করার জন্য আমাদের ব্যাংক একাউন্ট খোলার প্রয়জন হয়, তখন নাইমের মাধ্যমে আমরা ডাচ বাংলা ব্যাংকের ভান্ডারিয়া শাখায় একটি একাউন্ড খুলি, নাইম তখন তার মোবাইলে অনলাইন এ্যাপে একাউন্ড চালু করেন। আমরা মাসে মাসে টাকা জমাতে থাকি, টাকার প্রয়জন পরায় ব্যাংকে যেয়ে দেখি আমাদের একাউন্টে টাকা নাই। ঝালকাঠি ব্রান্সে জানালে তারা লেনদেনের হিসেব দেখে বলেন, নাইমুর রহমান এবং ইকবাল নামে দুটি একাউন্টে টাকা পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশের কাছে জানানোর পরে তাদের মাধ্যোমে কিছু টাকা উদ্ধার হয়েছে, বাকি টাকা চাইতে গেলে ভয়ভীতি এং হুমকি দেয়।
এ বিয়ষে নাইম অভিযোগের কথা স্বিকার করে বলেন আমি সব টাকা দিয়ে দিয়েছি, আমার দোকান থেকে ৪০৬৯ টাকার ওষুধ নিয়াছিলো, সেই টাকা রেখে বাকি সব টাকা দিয়াছি।