ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার, বানাই গ্রামের ডালিয়া ইসলাম নুরানী ও তাহফিজুল কুরআরন মাদ্রাসার, ছাত্রদের আটকে রাখার অভিযোগ উঠেছে, একই গ্রামের বড় বাড়ী সংলগ্ন আল ইসলামিয়া দারুল কওমিয়া মাদ্রাসার, সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ফোরকান তালুকদার এবং তার অনুসারীরা, আজ ৪ জুলাই ২০২৩ তারিখ এ তথ্য জনিয়ছেন অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
ডালিয়া ইসলাম নুরানী ও তাহফিজুল কুরআরন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র, রেদওয়ান তালুকদার বলেন, ফোরকার তালুকদার আমাকে এবং অন্য ছাত্রদের মাদ্রাসায় আসতে দেয়না পথ থেকে আটকে রাখে।
ডালিয়া ইসলাম নুরানী ও তাহফিজুল কুরআরন মাদ্রাসার শিক্ষকরা জানান, আমাদের মাদ্রাসার ছাত্রদের পথ থেকে আটকে রাখে মাদ্রাসায় আসতে দেয়না ফোরকান তালুকদার এবং তার লোকজন।
এ বিষয়ে ফোরকার তালুকদার বলেন, আমরা কোনো ছাত্রকে আটকে রাখেনি, তবে তারা আমাদের মাদ্রাসারা ছাত্রদের জোরজুলুম করে বাদশা তালুকদারের ঘরে নিয়ে পড়াচ্ছে।
Leave a Reply