কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের, ননী গোপাল শিলের ছেলে মিন্টু শিলের উপর রাতের আধারে, বিরোধী জমিতে ঘর তোলার অভিযোগ করেছেন, একই গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে মঞ্জু কেরানী।
সিদ্দিকুর রহমান জানান, বানাই মৌজার ৭২৭ খতিয়ানের জমির কবালা সুত্রে মালিক আমি, আমার জমির গাছ পালা সব কেটে নিয়েছে মিন্টু শিল, ১১ তারিখ রাতের আধারে আমাদের জমিতে লোকজন নিয়ে ঘর তুলেছে মিন্টু শিল।
এ বিষয়ে মিন্টু শিল বলেন, আমাদের জমিতে আমরা দিনেই ঘর তুলেছি, এখানে গাছ রোপন করেছি, বাগান পরিষ্কার করেছি, আমার পূর্বপুরুষরা এইজমি ভোগ দখল করেছেন, ওয়ারিশ সূত্রে জমির মালিক আমরা। কয়েক বছর আগে সিদ্দিকুর রহমান একটা ডিগ্রী করেছিল। তার রায় আমরা পেয়েছি, শুধু শুধু মামলা দিয়ে সিদ্দিকুর রহমান আমাদেরকে হয়রানি করে।