কাদামাটি দিয়েই তৈরী হচ্ছে দোহালিয়া বেরী সরকারি প্রাঃবিদ্যালয়।
এম এ.রহিম, স্টাফ রিপোর্টারঃসিলেট।
সুনামগঞ্জ দোয়ারা বাজারের দোহালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বেরী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলাকালীন অবস্থায় একটি রড বিহীন পিলার এবং সাইডের দেয়াল ধসে পড়ে যায়।
সরেজমিন অনুসন্ধানের পর সংশ্লিষ্ট গ্রামবাসীর সাথে আলাপ করিলে তারা এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং কনস্ট্রাকশানর ব্যক্তি খুবই প্রভাবশালী একটি চক্রের সদস্য বলে উল্লেখ করেন।
এই বিষয়ে কন্ট্রাক্টর আবুলের সাথে যুক্ত হলে তিনি সাংবাদিকদের জানান,
বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিকল্প কোন ভবন না থাকায় আমরা খুব জরুরী ভাবে নতুন ভবনের কাজ সম্পন্ন করতেছি, এই কন্ট্রাকশীপে উপর মহলের চাপ রয়েছে।
তিনি বলেন স্কুল যেকোনো সময় খুলে যেতে পারে তাই আমাদের কে দ্রুততার সাথে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।
স্হানীয় সুত্রে জানায়,কন্ট্রাক্টর আবুল হোসেন দোয়ারা বাজারের নৈনগাওয়ের সাবেক চেয়ারম্যান খালিক সাহেবের ছেলে।
অভিযুক্ত আবুল হোসেনের সাথে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্কুল নির্মাণের বিষয়ে আলাপ করিলে তিনি সভাপতি কে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ফোন আলাপ বিচ্ছিন্ন করে মোবাইল বন্ধ করে রেখে দেন।
কাঁদা বালু ও রডহীন বিদ্যালয় নির্মাণে শিক্ষক/শিক্ষার্থীদের জীবন ঝুকির সম্ভবনা রয়েছে বলে মন্তব্য গ্রামবাসীর।
এই সমস্ত দুর্নীতি দমন করার লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং উপজেলা চেয়ারম্যান, শিক্ষা অফিসার ও উপজেলা প্রকৌশলীর সুদৃষ্টি কামনা করেন স্হানীয় সচেতন মহল।
Leave a Reply