শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।
ভোলার মনপুরা উপজেলায় কারিতাস বাংলাদেশের আয়োজনে ও সিআরএস বাংলাদেশের সহযোগিতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি'র) ২৪৫জন সেচ্ছাসেবকের মাঝে সর্তক সংকেত, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ করা হয়।
১০ই ডিসেম্বর (রবিবার) সকালে উপজেলা কারিতাস অফিসের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক আব্দুর রশিদ, মুজিব কিল্লা পরিচালক জানে আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ফজলুল হক,কারিতাস কর্মকর্তা মোঃ নাসির,সিপিপি মনপুরা উপজেলার টিম লিডার এরফান উল্লাহ চৌধুরীসহ সিপিপি'র বিভিন্ন ইউনিটের সেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কারিতাস মনপুরা উপজেলার জুনিয়র প্রোগ্রাম অফিসার অশোক কুমার রয়।
এসময় কারিতাস কর্মকর্তারা বলেন, সিপিপি সেচ্ছাসেবকরা নিজের জীবন বাজী রেখে যেকোনো দুর্যোগে ঝাপিয়ে পড়ে। অনেক সময় কাজ করতে গিয়ে প্রয়োজনীয় উপকরণের অভাবে কাজ করতে অসুবিধা হয়। সিপিপি সেচ্ছাসেবকরা যেন দূর্যোগের সময় কোন বাঁধায় না পড়ে, সে জন্যই আমাদের এ আয়োজন।
এসময় প্রধান অতিথি মিজানুর রহমান সিপিপি সেচ্ছাসেবকদের উদ্দেশ্য বলেন,"সরকারি নিদর্শনার সাথে সাথে প্রত্যক সেচ্ছাসেবক যেভাবে কাজ করে তা সত্যিই প্রশংসার দাবিদার"।
এসময় সিপিপি'র উপজেলা টিম লিডার উদ্ধার অভিযানের বিভিন্ন উপকরণের সংকট তুলে ধরলে প্রধান অতিথি তা পূরণ করবেন বলে আশ্বাস প্রদান করে।