দিরাই উপজেলা প্রতিনিধি হাছান মিয়া
কারেন্ট নিয়ে ভুগছেন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন এর অনন্তপুর, মির্জাপুর জটিচড় গচিয়া গ্রামের মানুষ প্রায় আজ ২ দিন ধরে কারেন্ট এর দেখা পাচ্ছেন না তারা, গ্রামের লোকজন জানান এই রকম নাকি তাদের ভুগতে হয় প্রায়ই, হালকা বাতাস দিলেই তাদের কারেন্ট ২ দিন ৩ দিন নিয়ে রাখে বিদ্যুৎ অফিসের লোকেরা, এক ঘন্টা বা দুই ঘন্টা কারেন্ট নিয়ে রাখলে সেটা কে লোডশেডিং বলা হয় তারা জানতে চান ২ দিন ৩ দিন কারেন্ট নিয়ে রাখলে তাকে কী বলা হয়, আবার বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা ফোন ধরে কথা বলেন না এটা জানিয়েছিন গ্রামের লোকজন, গ্রামের লোকজনের দাবি প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাদের এই সমস্যার যেন একটা কিছু করেন , গ্রামের লোকেদের কথা সমস্যা থাকলে কারেন্ট নিয়ে রাখবে এটাই স্বাভাবিক তবে বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা কেন বলছেন না কোথায় সমস্যা আছে, অথবা গ্রামে গাছপালা সমস্যা থাকতে পারে এই গাছপালা কেন তারা চাটাই করছেন না, গ্রামের লোকেরা বলছেন যদি এই রকম সমস্যা করে তবে কারেন্ট গ্রামে থাকা থেকে না থাকাই ভালো এর থেকে বরং কারেন্টর সব কিছু নিয়ে যান যেন বিদ্যুৎ অফিসের লোকেরা,