প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২১, ১০:২৮ এ.এম
কালিয়াকৈরের জাথালিয়ায় পরকিয়া করতে গিয়ে দুলাভাইয়ের কাছে ধরা খেল শ্যালিকা
কালিয়াকৈরের জাথালিয়ায় পরকিয়া করতে গিয়ে দুলাভাইয়ের কাছে ধরা খেল শ্যালিকা
মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টারঃ
কালিয়াকৈর উপজেলার জাথালিয়া এলাকায় চাচাত বোনের বাসায় বেড়াতে গিয়ে পরকিয়া করার সময় শ্যালিকা ও তার প্রেমিককে হাতেনাতে ধরেন দুলাভাই।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে মর্জিনা (৩৫) ও রেজেক মিয়ার ছেলে শাহালম মিয়া (৪০) দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের সম্পর্ক। তার দুজনে চাচাত ভাই বোন।
ঘটনাটি ঘটেছে গত ৩১ শে ডিসেম্বর ২০২০ ইং তারিখ রোজ: বৃহস্পতিবার রাত ৮ টার দিকে, জানালেন মর্জিনার দুলাভাই বিলাস। বিলাসের বাড়ি পাশের এলাকা কুকিলা চালা মো: ইয়াদ আলীর ছেলে।ঘটনাটি জানতে চাইলে বিলাস সাংবাদিকদের বলেন, ওই রাতে আমি বাজার থেকে বাড়িতে আসলে দেখি ঘরে শিকল লাগানো, আর আমার স্ত্রী বাহিরে আগুন পোহাচ্ছে।সন্দেহ হলে আমি ঘরে গিয়ে দেখি মর্জিনা ও শাহালম বিছানায় শুয়ে আছে। পরে আমি বাহিরে এসে শিকল লাগিয়ে লোকজন ডাকাডাকি করলে এক পর্যায়ে শিকল ভেঙে তারা পালিয়ে যায়। পালাতে সহায়তা করেন আমার স্ত্রী। এ বিষয়ে আমি আমার শ্বশুর বাড়ির লোকজন কে জানালে তারা কোন পদক্ষেপ নেই নি। নাম প্রকাশে অনিচ্ছুক, কিছু মাতাব্বরকে বিষয়টি বলেছি, তারা আমাকে বলে চুপ করে বসে থাক।
এ বিষয়ে বিলাসের স্ত্রী বলেন, মর্জিনা আমার বাড়িতে বেরাতে আসলে ওর মেয়ের জ্বর আসে। পরে শাহালমকে ফোন করলে সে ঔষধ নিয়ে আসে। পরকিয়ার ঘটনাটি মিথ্যা।
মর্জিনার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার বাবা মফিজুর রহমান মুঠোফোনে বলেন, আমি ওদের বিষয়ে কিছু জানি না।
শাহালমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয় নি। তার মুঠোফোন বন্ধ।
গোপন সুত্রে জানা যায়, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি ধামাচাপা দেয়ার পায়তারা করছে।
এ বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।
এ ব্যাপারে ফুলবাড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জামাল ভুইয়া বলেন,এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায় নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করব।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.