মোঃ সুমন প্রাং,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বগুড়ার কাহালুতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে উপজেলা হলরুমে স্থানীয় ব্যবসায়ীদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় আলু স্টোরসহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কেউ আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রেখে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করলে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর হবে।ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতা ও স্থানীয় ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ জানান, কাহালু উপজেলার আলু স্টোরে আলুর মজুদের হিসাব এখন আমাদের কাছে রয়েছে। নিয়ম মাফিক আলু বাজারে সরবরাহ না করলেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষে প্রতিনিয়ত হাট-বাজারগুলো পরিদর্শন করা হচ্ছে
Leave a Reply