মোঃ সুমন প্রাং,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালু উপজেলা অন্তর্গত বীরকেদার ইউনিয়নের নয় নাম্বার ওয়াড এ অবস্থিত মালিবাড়ী গ্রাম। এ গ্রামে প্রায় আড়াইশ বসত বাড়ী ও পশু খামার সহ পুকুর রয়েছে কৃষি কাজে পাশাপাশি মুরগি পালন ও মাছ চাষ এর উপর নিভশীল।
কিন্তু গ্রামের তিন রাস্তা তিনটার বেহাল অবস্থা যাতায়াত এর ব্যাবহারের অনুপযোগী কিন্তুু তার পরেও জীবিকার তাগিতে তাদের ব্যাবহার করতে হচ্ছে
গ্রামের যাতায়াত এর রাস্তা গুলোর বেহাল অবস্থা একটু খানি বৃষ্টি হলে যেনো তাদের জীবন কষ্ট সাধ্য হয়ে ওঠে। বষার মৌসুমে রাস্তার গুলো খাই খন্দক হয়ে যায় একই রাস্তা দিয়ে পাশের গ্রামে সবাই চলাচল করে।
মালিবাড়ী গ্রামবাসী জনায় জন প্রতিনিধিরা বার বার মেরামত করে দিলেও কোনো কাজে আসেনি বষা মৌসুম এলে ঔ রাস্তা গুলোর বেহাল অবস্থা হয়। গ্রামবাসীর দাবি রাস্তাগুলো অচিরেই একটা স্থানী সমাধান করে দেয়া।