নজরুল ইসলাম স্বপন,বাপসনিউজ-কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খবর বাপসনিউজ।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়ন পত্র বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর-২ ডিসেম্বর ও আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন, বনগ্রাম ইউনিয়নে কামাল হোসেন মিলন, সহশ্রামধূলদিয়া ইউনিয়নে আবুল কাসেম আকন্দ, করগাঁও ইউনিয়নে বেলায়েত হোসেন বাদল, চান্দপুর ইউনিয়নে মাফুজুর রহমান, মুমুরদিয়া ইউনিয়নে তরিকুল ইসলাম টিটু, আচমিতা ইউনিয়নে একেএমএম মুর্শেদ, মসূয়া ইউনিয়নে আল-আমিন আজাদ, লোহাজুরী ইউনিয়নে আতাহার উদ্দিন ভূঁইয়া রতন ও জালালপুর ইউনিয়নে আবদুল খালেক সরকার রাজু।
Leave a Reply