আবির হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। ৪/৫ বার দুর দুরান্ত থেকে এসে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। এই নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
বৃহস্পতিবার দুপুরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন করোনার দ্বিতীয় ডোজ নিতে আসা অসংখ্য মানুষ। হসপিটাল থেকে করোনার দ্বিতীয় ডোজ শেষ হয়ে যাবার কথা শোনার পর তাদের মধ্যে দেখা যায় ক্ষোভ ও হতাশা। একজন মুক্তিযোদ্ধা ছাড়াও অনেকেই জানান, ২৯ আগস্টের করোনার দ্বিতীয় ডোজ টিকার মোবাইল ম্যাসেজ নিয়ে হাসপাতালে এ পর্যন্ত ৫ বার এসেও টিকা পাননি। প্রতিবার বলা হয়েছে টিকা শেষ হয়ে গেছে।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, আমাদের করোনার দ্বিতীয় ডোজ ১৫ হাজার টিকা পাওনা আছে। প্রতিদিন টিকা নিতে অসংখ্য মানুষ আসছেন। যেকারণে তাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছেনা। তবে অচিরেই দ্বিতীয় ডোজ এসে পৌঁছাবে।