স্টাফ রিপোর্টার
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত কুমিল্লার দেবিদ্বারের চর বাকরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত দুই জন। বুধবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মুরাদনগরের গোকলনগর এলাকার নাছিমা আক্তার খুকি (৩২), তার মেয়ে নুসরাত (১২) এবং একই এলাকার সিএনজি চালক দেলোয়ার হোসেন।
পুলিশ জানায়, একটি লংবেহিকেল লরি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
কুমিল্লা মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আলমগীর হোসেন জানান, বুধবার রাতে কুমিল্লামুখী একটি লরির সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মা-মেয়েসহ মোট তিনজন ঘটনাস্থলে নিহত হন। তিনি আরো জানান, দেবিদ্বারের চর বাকর এলাকায় লরি ও সিএনজিটি সংঘর্ষের পর পাশের একটি পুকুরে পড়ে যায়। সিএনজি অটোরিকশাটি নাম্বারবিহীন ছিলো। প্রাথমিকভাবে জানা গেছে, লরিটির বেপরোয়া ও দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে।
Leave a Reply