শামীম,
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট চারতলা নতুন ভবন শুভ উদ্বোধন এবং মডেল কলেজের ভিত্তিস্থাপন করেছেন কুমিল্লা ০৩ মুরাদনগর এর সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
আজ ১৬ ই অক্টোবর রোজ শনিবার সকালে উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন বিশিষ্ট ভবন এবং কলেজ ভিত্তিস্থাপন এবং আলোচনা সভার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য বক্তব্য বলেন।
"শিক্ষার কোন বিকল্প নাই"শিক্ষাই জাতির মেরুদন্ড"শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো"
এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সাহদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু, রুহুল আমিন, উপজেলা নির্বাহি অফিসার অভিশেক দাস, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মোঃ ইসমাইল সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির,১০ নং যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যাত্রাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ সেলিম সরকার।
আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং উপজেলার আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।