আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কুমিল্লা শহরের নানুয়া দীঘের উত্তরপাড় পূজা মন্ডপে প্রকাশ্যে মুসলমান ধর্মালম্বীদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন মাজিদকে মূর্তির পায়ে রেখে অবমাননা ও মুসলমানদের উপর গুলি বর্ষনে প্রতিবাদে কুলাউড়া বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ।
বুধবার (১৩সেপ্টেম্বর) বাদ মাগরিব বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ পৌর শাখার আয়োজনে পৌর শহরের রেলওয়ে জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে 'মূর্তির উপর কোরয়ান কেন, প্রসাশনের জবাব চাই। আমার ভাইয়ের উপর গুলি কেন প্রসাশন জবাব চাই" প্রতিবাদী জোড়ালো স্লোগান মুহুর্তেই উত্তাল রুপ নেয় কুলাউড়া।
মিছিল শেষে কুলাউড়া চৌমুহনী চত্ত্বরে এক বিক্ষোভ সভা অনুষ্টিত হয়। সভায় আয়োজক সংগঠনের পৌর শাখার যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান হাসানির সঞ্চালনা ও সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ ফজলুল হক খান সাহেদ, পৌর শাখার সাধারণ সম্পাদক জায়েদ বখস টিপু, দোয়া পরিচালনা করেন সংগঠনের আসহ-সভাপতি হাফিজ আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,এই ন্যাক্কারজনক ঘটনায় দেশের কোটি কোটি কোরআন প্রেমিক মুসলমান ক্ষুদ্ধ। কোন ব্যক্তি বা গোষ্ঠী কোরআন অবমাননা করলে বিক্ষুদ্ধ মুসলমান শান্তিপূর্ণ প্রতিবাদ করবে। অথচ আমরা কুমিল্লায় লক্ষ্য করছি, ঘটনাস্থলে অপরাধীদের গ্রেফতার অভিযান পরিচালনা না করে প্রসাশন উল্টো প্রতিবাদরত মুসলমানদের উপরই চড়াও হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে কোরআন অবমাননাকারী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তারা আরো বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে পবিত্র গ্রন্থ আল-কুরআনের অবমাননা মেনে নেয়া হবে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শান্ত মূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কুরআন প্রেমিক তাওহিদী জনতা কঠোর কর্মসূচি ঘোষনা করতে হবে।